Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

শেরপুরে জমিয়াতুল মোদার্রেছীনের প্রস্তুতি সভা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


শেরপুর জেলা সংবাদদাতা : মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবির প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর নেকদৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আহুত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের মহা-সম্মেলন করতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলন সফল করতে জেলা ও ৫টি উপজেলায় মতবিনিময় সভা করেছে সংগঠনটি। জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রাজ্জাককে আহŸায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন প্রস্তুতির লক্ষ্যে বিভিন্ন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শেরপুর জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মাও: নুরুল আমীন, সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল মাও: নবী হোসেন, সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাও: আব্দুর রেজ্জাক, শ্রীবরদী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও: আব্দুল হালিম, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও: ফজলুর রহমান, দীঘিরপাড় ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও: সুলতান মাহমুদ খসরু, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও: শরাফত আলী প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ