বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা ঃ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বাজার এবং সান্তাহার রেলগেট চত্বর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ আব্দুল মতিন ও আনোয়ার হোসেন নামের দুই চালকল ব্যবসায়িকে সাদ পোশাকে কালো মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া নিখোজ ওই দুইজনের অবশেষে সন্ধান মিলেছে। তাদের ধান বোঝাই ট্রাক ছিনতাই মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে। বর্তমান তারা জয়পুরহাট ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।
জয়পুরহাট ডিবি পুলিশের একটি দল সোমবার সন্ধা রাতে ওই দুই চাল ব্যবসায়ীকে আটক করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক জয়পুরহাট ডিবি পুলিশ বুধবার দুপুরে আদমদীঘি থানা পুলিশের সহযোগীতায় ওই দুই ব্যবসায়ির চালকলে উদ্ধার অভিযান চালিয়ে উপজেলা সদরের শিয়ালশন এলাকায় অবস্থিত আটক চালকল ব্যবসায়ী আব্দুল মতিনের চালকলের গুদাম ও চাতাল থেকে ১১০ বস্তা রঞ্জিত ও স্বর্ণা জাতের চোরাই ধান উদ্ধার করে।
পুলিশ জানায়, উপজেলার মুরইল বাজারের ধান ব্যবসায়ী ওবায়দুল হক প্রায় মাসাধিকাল পুর্বে দিনাজপুর থেকে ২৫০ বস্তা ধান কিনে ট্রাকে দিয়ে চলে আসেন। ট্রাকটি মুরইলে আসার পথে জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে ছিনতাই হয়। পরে পুলিশ নাটোরের সিংড়া এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধারসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে। পরে মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করা হয়। ডিবি পুলিশ দীর্ঘ তদন্তে ছিনতাই হওয়া ধানের ক্রেতা হিসেবে আব্দুল মতিন ও আনোয়ার হোসেনের সন্ধান পায়। এর প্রেক্ষিতে এই আটক ও উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আদমদীঘি থানার উপ-পরিদর্শক সাম মোহাম্মাদ। এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়িদ মো. ওয়াহেদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।