Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএমপির নতুন সদস্যদের ওরিয়েন্টেশন শুরু

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) যোগ দেওয়া নতুন সদস্যদের সাত দিনের ওরিয়েন্টেশন শুরু হয়েছে। আরএমপি পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আরএমপি কমিশনার মাহবুবর রহমান আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদ্য যোগ দেওয়া পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মময় জীবনের সফলতা কামনা করেন।
আরএমপির উপ-কমিশনার (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, এডিসি (সদর) শিরিন আক্তার জাহান প্রমুখ। আরএমপিতে সদ্য যোগ দেওয়া ২৪৭ জন কনস্টেবল সাত দিনের এই ওরিয়েন্টেশনে অংশ নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ