Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষিঋণ বিতরণ বাড়ছে

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কৃষি খাতে ১০ হাজার ৭৫৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল নয় হাজার ৯৩৩ কোটি টাকা। এতে এ সময়ে কৃষি খাতে ৮২৩ কোটি টাকা বেশি বিতরণ হয়েছে। গেল ছয় মাসে যে পরিমাণ বিতরণ হয়েছে তা চলতি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৭২ শতাংশ। চলতি ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে মোট ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ২০ হাজার ৪০০ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রীয় ৮টি ব্যাংকের জন্য নির্ধারিত ৯ হাজার ৫৯০ কোটি টাকা। আলোচ্য ছয় মাসে ব্যাংকগুলো বিতরণ করেছে চার হাজার ৫০৮ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৪৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এসব ব্যাংক লক্ষ্যমাত্রার ৪৯ দশমিক ৫৯ শতাংশ ঋণ বিতরণ করেছিল। এ সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ৫২ দশমিক ৭৩ শতাংশ এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৫০ দশমিক ৮১ শতাংশ বিতরণ করেছে। তবে লক্ষ্যমাত্রার অর্ধেক ঋণ বিতরণ করতে পারেনি বিডিবিএল, সোনালী, জনতা, রূপালী, বেসিক ও অগ্রণী ব্যাংক।

এদিকে বেসরকারি ও বিদেশি ব্যাংকের জন্য এবার ১০ হাজার ৮১০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা রয়েছে। ডিসেম্বর পর্যন্ত বিতরণ হয়েছে ছয় হাজার ২৪৮ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৮০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এসব ব্যাংক নির্ধারিত লক্ষ্যমাত্রার ৬৪ দশমিক ৪৮ শতাংশ ঋণ বিতরণ করেছিল। আলোচ্য সময়ে বিদেশি মালিকানার ব্যাংক আল-ফালাহ্, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও উরি ব্যাংক এক টাকাও বিতরণ করেনি। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে কৃষিঋণ বিতরণে পিছিয়ে রয়েছে এনআরবি গেøাবাল, মধুমতি, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এনসিসি, ইউনিয়ন, মেঘনা, যমুনা, এক্সিম, এনআরবি কমার্শিয়াল, এসআইবিএল ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
প্রসঙ্গত, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১৫ শতাংশ। দেশের প্রায় ৪৩ শতাংশ শ্রমজীবি মানুষ প্রত্যক্ষভাবে এবং ৮৫ শতাংশ জনসাধারণ জীবন-জীবিকা ও কর্মসংস্থানের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ