Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগড়ে ল্যাপটপ ও ডাইরি বিতরণ

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা রামগড় উপজেলায় জেলা পরিষদ কর্তৃক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ পর্যন্ত ৩০টি ল্যাপটপসহ ৬১টি বিদ্যালয়ের সাত হাজার শিক্ষার্থীদের মধ্যে স্কুল ডাইরি বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১১টায় রামগড় টাউন হলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরি চৌধুরী প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শিক্ষকসহ কোমলমতি শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ ও স্কুল ডাইরি তুলে দেন।
ল্যাপটপ ও স্কুল ডাইরি বিতরণ কালে প্রধান অতিথি কংজরি চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার সব সময় আন্তরিক। তিনি আরো বলেন, এ অঞ্চলের ছেলে মেয়েদের পড়াশুনায় আরো শ্রীবৃদ্ধির লক্ষে খাগড়াছড়ি র্পাবত্য জেলা পরিষদ অর্থায়নে প্রতি বছর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জান, ইউএনও আল-মামুন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন। এতে আরো বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) সহ উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক, স্থানীয় সাংবাদিকবৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ