রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি গ্রামে শিরিন বেগম (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের ধরে গত বুধবার সন্ধ্যায় তিনি আত্মহত্যা করেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় নেছারাবাদ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়। শিরিন বেগম ওই গ্রামের ট্রলার চালক জাকির হোসেনের স্ত্রী ও দুই শিশু সন্তানের জননী।
৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একটি দল নেছারাবাদের মিয়ারহাট বন্দরের চারটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অভিযান চালিয়ে ওই জরিমানার টাকা আদায় করা হয়। প্রতিষ্ঠান চারটির মধ্যে মদিনা রেস্তরাকে ১০ হাজার টাকা ,নিউ সারিকা হোটেলকে ৪ হাজার,বাবুল ব্রাদার্স ও মেসার্স শামিম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা করে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বরিশাল ক্যাবের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা নেছারাবাদ উপজেলা সেনিটারি ইন্সেপেক্টর শেখ মো. জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।