রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা জওয়ানরা। বৃহঃবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুনপাড়া এলাকায় পরিত্যক্ত একটি জুম ঘর অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি এলজি, চার রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, নতুনপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জুম ঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদে ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মেজর আলতাফ মাহমুদ এ নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান চালায়। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিে গেলে পরিত্যক্ত ঘরটি তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রসিদ বই ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।