Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাটুরিয়ায় কমেছে সবজির দাম

সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সবজির অঞ্চল বলে পরিচিত মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা। সাটুরিয়ার বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ যতই বাড়ছে ততই কমছে দাম।
বেশির ভাগ সবজির দাম অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে। পেঁয়াজের দর ও কাঁচামরিচের দাম ও কমেছে। একইভাবে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দামও। নিত্যপণ্যের বাজারে এখন কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে সাটুরিয়ার ক্রেতারা। সরেজমিন গতকাল দুপুরে সাটুরিয়া হাটের সবজির বাজার ঘুরে দেখা গেছে, এখন সবচেয়ে কমে এসেছে ফুলকপি ও বাঁধাকপির দাম। এই সবজিগুলো মিলছে প্রতি পিস ২০-২৫ টাকায়। তবে দু একটি জায়গায় ৩০ টাকাতেও বিক্রি হচ্ছে সাইজ বড় হলে। সাটুরিয়া বাজারে প্রচুর পরিমাণে নতুন শিম এসেছে। এতে দামও কমতে শুরু করেছে। কিছুদিন আগে কেজি ৮০ টাকা বা তারও বেশি দামে শিম বিক্রি হলেও এখন সেটি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। দুতিন দিনের মধ্যে দাম আরো কমবে বলে জানিয়েছে বিক্রেতারা। এ ছাড়া গাজর ৪০, কড়লা ৫০, বেগুন ৩০ টাকা, মুলা ২০ টাকা, পেঁপে ও নতুন আলু ২০-২৫ টাকা, টমেটো ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০, লাউ প্রতি পিস ৩০-৪০ টাকা, কড়লা ৫০, কুয়াস প্রতি পিস ৩০ টাকা, খিড়াই ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সাটুরিয়া হাটে আসা এক ক্রেতা জানায়, কয়েক দিন আগেই তো শিম কিনেছি ৮০ টাকায়। এখন সেটা ৪০-৫০ টাকায় পাচ্ছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ