Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়করাজ রাজ্জাককে নিয়ে প্রমাণ্যচিত্র

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: নায়করাজ রাজ্জাকের উপর প্রামাণ্যচিত্র নির্মাণ করছেন শাইখ সিরাজ। শিঘ্রই উন্মুক্ত হতে যাচ্ছে ছবিটি। তিনি জানান, ২০১৭ সালের জুলাইয়ের প্রামাণ্যচিত্রটির কাজ শুরু হয়। দুইদিন দৃশ্যায়নে অংশও নেন রাজ্জাক। কিন্তু নায়করাজের সমসাময়িক নির্মাতা ও কলা-কুশলীদের অনেকে প্রয়াত হওয়ায় কাজটি কঠিন হয়ে পড়ে। এমনকি রাজ্জাকের মৃত্যুর কারণেও তার জন্ম-বেড়ে উঠা নিয়ে অনেক তথ্য পাওয়া দুস্কর হয়ে পড়ে। প্রামাণ্যচিত্রটির জন্য তথ্য দিয়ে সাহায্য করেছেন রাজ্জাকের পরিবার, সমসাময়িক অনেক কলা-কুশলী। এর জন্য কলকাতায় ইউনিট নিয়ে ঘুরে এসেছেন শাইখ সিরাজ। কথা বলেছেন, এ নায়কের ভারতীয় স্বজনদের সঙ্গে। তিনি জানান, কাজ করতে গিয়ে দেখেছি তিনি (রাজ্জাক) রূপালি জগতের পর্দারই নায়ক ছিলেন না, ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল নায়ক ছিলেন। মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে সন্তানদের প্রতি, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি, বন্ধু-বান্ধবদের প্রতি বন্ধু সুলভ। সব মিলিয়ে রাজ্জাকের পেশাগত, পারিবারিক, সামাজিক ও ধর্মীয় জীবন উঠে আসবে এ প্রামাণ্যচিত্রে। বর্তমানে প্রামাণ্যচিত্রটির শেষ মুহূর্তের কাজ চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ