Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হয়েছে রাজশ্রী আচার্য’র মিউজিক্যাল ফিল্ম পিছুটান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লেজার ভিশনের আয়োজনে জীবক বড়–য়ার কথায় এবং সাব্বির জামানের সুর ও সঙ্গীতে প্রতিভাবান কন্ঠশিল্পী রাজশ্রী আচার্য’র মিউজিকাল ফিল্ম ‘পিছুটান’-এর প্রিমিয়ার শো ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কন্ঠশিল্পী সুবীর নন্দী, তপন চৌধুরী, উপস্থাপক আনজাম মাসুদ ও কীবোর্ডিষ্ট রুপতনু শর্মাসহ আরও অনেকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, ক্লোজআপ তারকা কন্ঠশিল্পী সাব্বির জামান, রাশেদ, কন্ঠশিল্পী ও গীতিকার জীবক বড়–য়া, নির্মাতা মাহিন আওলাদ, মিউজিক্যাল ফিল্মটির সংশ্লিষ্ট বিভিন্ন কলা-কুশলী, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানে ‘পিছুটান’ মিউজিক্যাল ফিল্মটি প্রদর্শিত হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিল্পী স্বকন্ঠে সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। কন্ঠশিল্পী রাজশ্রী বলেন, অনেক যতœ সহকারে গানটি করেছি। জীবক বড়–য়ার কথায় ও সাব্বির জামানের সুর ও সঙ্গীতে গানটি এবং মাহিন আওলাদের পরিচালনায় মিউজিক্যাল ফিল্মটিও শ্রোতা-দর্শকদের অবশ্যই ভাল লাগবে। কৃতজ্ঞতা জানাচ্ছি, লেজার ভিশন পরিবারকে যারা আমার এই গানটি প্রকাশ করার জন্য সর্বাত্বক সহযোগিতা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ