Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কাপ্তাইয়ে মনোহর পর্যটন স্পট

কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রাকৃতিক সৌন্দার্য পাহাড়, লেক, নদী আর অপরুপ দৃষ্টিনন্দন নতুন রুপে কাপ্তাই সেনাজোন ৫আরই কর্র্তৃক জীবতলী নামক এলাকায় পর্যটনকেন্দ্রটি এবার পর্যটকদের জন্য নতুন রঙে সাজিয়েছে। উক্ত এলাকায় যেতে যেতে পাহাড়, দেশের বৃহত্তম কাপ্তাই লেক মনোরম পরিবেশ, হেলিপেড, পাহাড়ী সম্পান, লেকে জেলেদের তাজা মাছধরা দৃশ্য দেখা যায়। পাহাড়ের কূল ঘেঁষে রয়েছে নানা, প্রাজাতির পাখ-পাখালি বানর কখনও দেখতে পাওয়া যায় হাতির পাল। সেনাজোন কর্র্তৃক জীবতলী পর্যপটন কেন্দ্রটি বিশাল এলাকা জুড়ে শিশুদের জন্য রয়েছে খেলাধুলার বিভিন্ন বিনোদন কেন্দ্র, ঝুলন্ত ব্রীজ ও নতুনরূপে স্থাপন করা হয়েছে কাপ্তাই লেকের পাশে লেকশো নামের সৌন্দার্যমন্ডিত সুইমিংপুল রাত্রি যাপনের জন্য রয়েছে সৌন্দার্য ঘর, থাকার খাওয়ার সুবিধাসহ এ জীবতলী রিসোর্ট তথা পর্যটন কেন্দ্রটি সকল পর্যটকে ইতোমধ্যে আকর্ষণ করে তুলেছে। এছাড়া কাপ্তাই সেনা কর্তৃক আরো কয়েকটি পিকনিক স্পর্ট রয়েছে রিভার ভিউ ও লেকভিউ আইল্যান্ড নামক পিকনিক স্পট। সেনাজোন কর্তৃক কর্মরত লোকজন বলেন, আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সাম্পান ও নৌবহরের জন্য ইঞ্জিন চালিত বোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ