Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবালয়ে কলেজ প্রিন্সিপাল পুনর্বহাল

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের বহিস্কৃত প্রিন্সিপাল ড. বাসুদেব কুমার দে সিকদার আদালতের আদেশে পুনর্বহাল হয়েছেন। কলেজ গভর্নিং বডির সাবেক আহবায়ক শিবালয় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর এক আদেশে ওই প্রিন্সিপালের বিরুদ্ধে কলেজের অনিয়ম, দুর্নীতি ও কটুক্তিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আনীত কতিপয় অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করেন। গত বছরের ২৯ জুন এ বহিষ্কারাদেশ দেয়া হয়। এ আদেশের বিরুদ্ধে ড. বাসুদেব একই বছরের ১২ জুলাই হাইকোর্টে রিট পিটিশন করেন। এর প্রেক্ষিতে ওই বহিষ্কারাদেশ বৈধতার মধ্যে দিয়ে হয়নি মর্মে আদালত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি প্রদান করা হয়। ওই চিঠির প্রেক্ষিতে বর্তমান কলেজ গভর্নিং বডির আহবায়ক মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম বহিস্কৃত প্রিন্সিপালকে পুনর্বহাল করেছেন। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে দ্বিধা বিভক্তির অবসান ঘটেছে। শৃঙ্খলা ফিরে আসায় বর্তমানে কলেজে পড়ালেখার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এতে এলাকার রাজনৈতিক ও সামাজিক নের্তৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বর্তমান গভর্নিং বডির সদস্যদেরকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, ওই প্রিন্সিপালকে বহিষ্কারের জন্য গত বছরের মাঝামাঝি একটি স্বার্থান্বেষী মহল ছাত্র-শিক্ষকদের ক্ষেপিয়ে তুলেছিলেন। কলেজ ছাত্রলীগের নের্তৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের উসকিয়ে প্রিন্সিপালের বহিষ্কার দাবিতে মামলা-মোকদ্দমাসহ নানা কর্মসূচি পালন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ