Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভৈরবে পুলিশ ফাঁড়ির দাবিতে মানববন্ধন

ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় সন্ধ্যা হলেই প্রতিনিয়ত সিএনজি, মোটরসাইকেল আটকিয়ে সংজ্ঞবদ্ধ ডাকাতদল দীর্ঘদিন ধরে ডাকাতির ঘটনা ঘটালেও কোন প্রতিকার পাচ্ছেনা এলাকাবাসী।
ওই এলাকায় ডাকাতি প্রতিরোধে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্বের হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেন আতংকিত এলাকাবাসী। কালিকাপ্রসাদ ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মো: ফারুক মিয়ার নেতৃত্বে মানববন্ধনে অংশ নেন কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামীলীগসহ সভাপতি নজরুল ইসলাম খান, সাংগঠানিক সম্পাদক হাসান মোহাম্মদ শামীম, ইউনিয়ন পাদুকা শিল্প সমিতির সভাপতি মো: জসিম উদ্দিনসহ সচেতন যুবসমাজ ও এলাকার শতশত মুরুব্বীগণ। এসময় রাস্তার পাশে থাকা ঝোপ জঙ্গলে থাকা গাছ কর্তন করে এলাকাবাসী। রাস্তা বন্ধ করে ঘন্টাব্যাপী মানববন্ধনে সড়কের দুদিকেই আটকা পড়ে বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিক্সা, ইজিবাইকসহ শতশত যানবাহন। ফলে যাত্রীরা দূর্ভোগের শিকার হন।
বক্তারা বলেন, মরহুম রাষ্ট্রপতি মো: জিলুর রহমান ১৯৯৬ সালে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদে হাইওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপন করেন। ভৈরব স্টেডিয়াম সংলগ্ন ভৈরব হাইওয়ে থানা স্থপাতি হলে গত ২০১৬ সালের সেপ্টেম্বরে ফাঁড়িটি বিলুপ্ত হওয়ায় ওই ফাঁিড়র কার্যক্রম বন্ধ হয়। এখন পুলিশ ফাঁড়িটি অকেঁজো অবস্থায় রয়েছে। যার ফলে পূর্বের ফাঁড়ি এলাকায় আঞ্চলিক সড়কে সন্ধ্যার পর বিভিন্ন যানবাহন আটকিয়ে ডাকতি করে পথচারিদের সর্বস্থ লুটে নেয়। তাদের দাবি স্থানীয় এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে পুন:রায় ওই স্থানে পুরোনো পুলিশ ফাঁিড়টি যেন চালু হয়। এ ফাঁড়ি চালু হলেই ওই এলাকায় ডাকাতি অনেকংাশে কমে আসবে বলে মনে করছেন ভোক্তভোগি এলাকাবাসী ও পথচারী লোকজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ