রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেত্রকোনা জেলা পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং-এর বিশেষ মতবিনিময়সভা গতকাল বারহাট্টা রোডস্থ জেলা মোটর যান শ্রমিক কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল ফজল চৌধুরী মজনুর সভাপতিত্বে জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বজলুর রহমানের পরিচালনায় মত বিনিময় সভায় পরিবহন সেক্টরে সকল প্রকার নৈরাজ্য দূর এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশের কার্যক্রম সম্পর্কে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান, নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমির তৈমুর ইলি, ট্রাফিক ইনচার্জ খন্দকার মেহেদী হাসান, মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লূর রহমান নোমান, বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক গাজী মোর্তুজা হোসেন কামাল ও জেলা মোটরযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।