রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গতকাল দুপুরে ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলামের বাসভবন চত্বরে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ.লীগের নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ১৪ জানুয়ারি রাতে একটি অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রবীর কুমার রায় সরকারের উন্নয়নের কথা না বলে দলের এমপির বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য প্রদান করায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এ সভায় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। এসময় দলের তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ মো. আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি ও জেলা আ’লীগের সভাপতি আলহাজ দবিরুল ইসলাম। এসময় উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম জুয়েলসহ নেতারা বলেন, প্রবীর কুমার নিজ স্বার্থ হাসিল করতে না পেরে বিএনপি’র সুর ধরে আ’লীগের বিপক্ষে বক্তব্য প্রদান করেছেন। আমরা আশা করছি তার বিরুদ্ধে দ্রæত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও উপজেলা আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মত বিনিময় সভায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সভার প্রধান অতিথি দবিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে ঠাকুরগাঁও-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।