Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আমদানি-রফতানি বন্ধ বেনাপোলে আটকা পড়েছে শতশত পণ্যবোঝাই ট্রাক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্টাপোল কাস্টমসের কার্গো শাখায় কারপাস (ট্রাকের ড্রাইভার, হেলপারের ছবি সম্মিলিত ট্রাক ও পণ্যের বিস্তারিত তথ্য বিবরনি) জটিলতার কারনে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দু’পাড়ে আটকা পড়েছে শতশত পণ্যবোঝাই ট্রাক। বিশেষ করে পচনশীল পণ্য আটকা পড়ে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। আমদানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ কাজকর্ম রযেছে স্বাভাবিক। ভারতের পেট্রাপোল সিএন্ডএফ অ্যাজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাত্তিক চক্রবর্তী জানান, আমদানি-রফতানি বাণিজ্যে পণ্য রফতানি করতে ট্রাক ড্রাইভার, হেলপার ও ট্রাকসহ পণ্যের বিবরণ সম্মিলিত কারপাস ফরম পূরণে কাস্টম অযথা বিলম্ব করার প্রতিবাদে দু-দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ করে দেয়া হয়েছে। তবে রফতানি বাণিজ্য অব্যাহত আছে দু-দেশের মধ্যে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক আমিনুল ইসলাম জানান, ভারতীয় কাস্টমসের কারপাস সমস্যার কারণে সকাল থেকে দু-দেশের মধ্যে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল লোড-আনলোডসহ পণ্য খালাশ অব্যাহত আছে। বেনাপোল বন্দর দিয়ে দেশের বেশির ভাগ শিল্প-কলকারখানার কাঁচামাল আমদানি হয়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ