Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ. মাদরাসা ও জৈনপুরী খানকার ইছালে ছাওয়াব মাহফিল

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : জৈনপুরী পীর মরহুম হযরত মাওলানা সৈয়দ মোঃ লুৎফর রহমানের ৪১তম ওফাত বার্ষিকী উপলক্ষে ঢাকার মোহাম্মদপুর টাউন হল শহীদ পার্ক ময়দানে আগামীকাল থেকে দু’দিনব্যাপী তাফসীর ও ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। তাফসীর ও মোনাজাত করবেন, জৈনপুরী পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান।
প্রথম দিন আলহাজ্জ মোঃ সফিকুল ইসলাম চৌধূরীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন কমপ্লেক্সের সেক্রেটারি আলহাজ্জ শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা থাকবেন আলহাজ্জ মাওলানা ওসমান গণি ছালেহী। দ্বিতীয় দিন আলহাজ্জ ডাঃ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন প্রিন্সিপাল বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীনের মহাসচিব হযরত মাওলানা সাব্বীর আহমদ মোমতাজী। প্রধান বক্তা থাকবেন প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা ড. কাফিলউদ্দীন সরকার ছালেহী। উভয়দিন বয়ান করবেন আলহাজ্জ হযরত মাওলানা হাফেজ এইচ.এম. রমাজান পাশা। মাহফিলের বিশেষ আকর্ষণ দুই সহোদর তরুণ বক্তা সৈয়দ মেশকাতুর রহমান জৈনপুরী ও শিশু বক্তা সৈয়দ হোমাইয়াদ মাবরুক জৈনপুরী। এছাড়া বাংলাদেশের বিখ্যাত ওলামা-মাশায়েখ ওয়াজ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ