Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন বর্জন হবে বিএনপির রাজনৈতিক আত্মহত্যা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বিএনপি যদি আগামী একাদশ জাতীয় নির্বাচন বর্জন করে, তবে তাদের জন্য এটা রাজনৈতিক আত্মহত্যার শামিল হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র । গতকাল বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারি ও কৃষক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। নারায়ণ চন্দ্র বলেন, ‘তারা নির্বাচন বর্জন করবে না, কারণ বর্জন করলে তাদের দলের অস্তিত্ব টিকে থাকবে না। এমনি তাদের দলের অবস্থা খুব বেশি ভালো, তা না। ফলে তাদের রাজনৈতিক অবস্থান ঠিক রাখতে গেলে তাদের নির্বাচন করতে হবে। আর যদি তারা নির্বাচন বর্জনই করে, সেটা হবে তাদের রাজনৈতিক আত্মহত্যা। বিএনপি এখন আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে তাদের সুযোগ রয়েছে, গত নির্বাচনে খালেদা জিয়াকে টেলিফোন করে আলোচনায় ডাকছিলেন। তারা আসেন নাই। আলোচনা করেন নাই। তাদের প্রতিজ্ঞা ছিল, নির্বাচন হতে দেবে না, ২০১৪ সালে। ২০১৪ সালে তারা কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি। জ্বালাও-পোড়াও বোমাবাজি করেই কিন্তু নির্বাচন বন্ধ করতে পারেনি। এ সময় কিছুদিন আগে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে টেন্ডার ছাড়াই কর্তৃপক্ষ যে সরকারি গাছ কেটে ফেলেছে, সে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নারায়ণ চন্দ্র । এর আগে মন্ত্রী কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারে গরু রাখার জন্য বুল শেড উদ্বোধন ও কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শন করেন। এ ছাড়া ডেইরি ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. আইনুল হক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি এ এম এম সালেহ, কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের উপপরিচালক লুৎফর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ