Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্থায়ী ক্যাম্প বানাচ্ছে মিয়ানমার নিশ্চয়তা ছাড়া ফিরতে অনিচ্ছুক রোহিঙ্গারা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মিয়ানমারের সেনাবাহিনী ও বৌদ্ধ জঙ্গীদের নৃশংস হত্যাকান্ড, শিশু নারী নির্যাতন, বাড়িঘরে অগ্নিসংযোগ ও জোরপূর্বক বিতাড়নের শিকার রোহিঙ্গা মুসলিমদের ফেরত নিতে প্রস্তুত বলে দাবি করছে মিয়ানমার। তবে স্বজন ও গৃহহারা রোহিঙ্গারা রাখাইনে তাদের ভস্মীভূত আবাসে ফেরার নিশ্চয়তা ছাড়া বাংলাদেশ থেকে নড়তে নারাজ।
মিয়ানমার সরকার গতকাল রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য তৈরি ট্রানজিশন ক্যাম্প সাংবাদিকদের পরিদর্শনের সুযোগ করে দেয়। একদল সাংবাদিক সেখানে গিয়ে দেখতে পেয়েছেন, শ্রমিকদের কেউ ইট বিছাচ্ছে, কেউ গর্ত খুঁড়ছে আবার কেউ বা ট্রানজিশন ক্যাম্পের কাঠামো তৈরিতে ব্যস্ত। তবে ২৫ আগস্টের পর প্রায় ৭ লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইনে তাদের জ্বালিয়ে দেয়া যেসব আবাসভূমি ফেলে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন সেখানে তাদের ফিরিয়ে নেবার কোন আলামত সাংবাদিকরা দেখতে পাননি।
এদিকে মিয়ানমার জোর গলায় বারবার বলছে, তারা রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বরাবরই প্রস্তুত, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যাবাসনে আরো সময় এবং অনেকগুলো সমস্যা সমাধানের প্রয়োজন।
এ দু’পক্ষের আলোচনায় ভরসা নয়, ভয় পাচ্ছে বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা। তারা বলছে, তারা এমন কোন আলামত দেখতে পাচ্ছেন না যে, মিয়ানমার সরকার তাদেরকে রাখাইনে তাদের পুড়িয়ে দেওয়া গ্রামে ফিরিয়ে নেবে। বাংলাদেশের সরকারের মতে, এত বিপুল সংখ্যক শরণার্থীকে এক সাথে প্রত্যাবসন করা কিছুটা জটিল, কিন্তু সরকার তার প্রস্তুতি নিচ্ছে। সূত্র : এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ