বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে গত ৩ দিনের ব্যবধানে দুই অটোরিকশা চালককে পিটিয়ে ও গলা কেটে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে গত মঙ্গলবার রাতে আবারও এক সন্তানের জনক সমেজ উদ্দিন (৫৫) নামের এক মটরসাইকেল চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে দুর্বৃওরা। এনিয়ে গত ১৮দিনে ৫ টি হত্যাকান্ডের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসব খুনের ঘটনায় ধামরাইয়ের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব হত্যা কারীদের শনাক্ত এমনকি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের অসিমুউদ্দিন ব্যাপারীর ছেলে মটরসাইকেল চালক সমেজ উদ্দিনকে (৫৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃওরা। পরে রাতেই গ্রামের কবরস্থানের পাশে রাস্তায় লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। তবে লাশের শরীরের কোন আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হানিফ ও কামাল নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
এছাড়াও গত ৩ দিনে দুই অটোরিকশা চালককে মাথায় আঘাতসহ গলাকেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে দর্বৃত্তরা। এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে উপজেলা অটোরিকশা চালকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশের এমন উদাসিনতার কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। তবে পুলিশ বলছে খুব দ্রæত খুনিদের গ্রেফতার করা হবে।
আবার গত সোমবার ভোরে ঢাকা আরিচা-মহাসড়কের ধামরাইয়ে ছোট কালামপুর এলাকায় ব্রীজের নিচ থেকে বকুল মিয়া নামের (৩০) এক অটোরিকশা চালককে লাশ উদ্ধার করে পুলিশ। তিনি কালামপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং ওই এলাকায় ভাড়ায় রিকশা চালাতেন। কালামপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেসে রিকশা ভাড়া নিয়ে পথে মধ্যে ব্রীজের নিচে তার হাত-পা বেধে পিটিয়ে ও শ^াসরুদ্ধ করে হত্যা করে দর্বৃত্তরা। এসময় অটোরিকশাটি ছিনতাই করে তারা। নিহত বকুল মিয়ার গ্রামের বাড়ি নিলফামারী জেলার ডোমরা থানার গাওতারা হাটিয়াপাড়া গ্রামের মৃত গফুর উদ্দিনের ছেলে। এর ৩ দিন পূর্বে উপজেলা লাড়–য়াকুন্ড এলাকায় একই কায়দায় অটোরিক্সা চালক আজিম উদ্দিনকে (৩৬) গলাকেটে হত্যা করে দর্বৃত্তরা। নিহতের গ্রামের বাড়ি নিলফামারি জেলার ডোমার থানার মৌজাপাঙ্গা গ্রামের মফিজর উদ্দিনের ছেলে।
এছাড়াও ১৮ দিন পূর্বে গত ৬ জানয়ারী শ্রীরামপুর-ঢালারপাড় এলাকায় একটি পরিত্যাক্ত কারখানায় দুই নিরাপত্তাকর্মীকে হত্যা করে দর্বৃত্তরা। ওই খুনের ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার ও চিহ্নত করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।