Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কুষ্টিয়ায় এসিড নিক্ষেপ মামলায় ৩ আসামির কারাদন্ড

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া: কুষ্টিয়ায় গৃহবধু কাকলী খাতুন এসিড নিক্ষেপ মামলায় ৩ আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। গতকাল বুধবার দুপুর একটায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৯ আসামীই আদালতে স্ব-শরীরে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত তিন আসামী হচ্ছেন খোকসা উপজেলার নিশ্চিন্তবাড়িয়া গ্রামের হাবিল শেখের ছেলে হাফিজ শেখ (২২), একই উপজেলার শমসপুর গ্রামের জালাল বিশ^াসের ছেলে রাজিব বিশ^াস (২৩) ও পদ্মবিলা গ্রামের শাজাহানের ছেলে জুয়েল (২৪)। এদের মধ্যে হাফিজ শেখকে ১৪ বছরের কারাদন্ডও ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজিব ও জুয়েলকে ৭ বছরের কারাদন্ডএকই সাথে ১০ হাজার টাকা করে জরিমানা ধার্য্য করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ