Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছয় পুলিশের বিরুদ্ধে মামলা গ্রেফতারের পর ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গ্রেফতারের পর হেফাজতে রেখে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগে গতকাল (বুধবার) এক পরিদর্শকসহ ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ওই ছাত্রলীগ নেতার ভাই। আদালত অভিযোগ গ্রহণ করে তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। গত ২০ জানুয়ারি রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষের সময় ছাত্রলীগ নেতা ইয়াছিন ভূইয়া রওনককে (২৬) গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় রওনকসহ ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলাও করে পুলিশ। গতকাল রওনকের ভাই ইয়াছির সাখাওয়াত ভূইয়া পুলিশের বিরুদ্ধে এ পাল্টা মামলা দায়ের করলেন।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এবং ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল মাহবুবুর রহমান, ফিরোজ মিয়া, নায়েক হামিদুর রহমান, এএসআই শীলাব্রত বড়ুয়া ও নায়েক আমির। মামলায় চমেক পুলিশ ফাঁড়ি ও পাঁচলাইশ থানায় কর্মরত অজ্ঞাতনামা আরও ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে। বাদির আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আদালত পিবিআইকে পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তার মাধ্যমে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে তিন সদস্যের বোর্ড গঠন করে পরীক্ষার মাধ্যমে রওনকের শরীরে আঘাতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
২০ জানুয়ারি রাতে জরুরী বিভাগে এক পুলিশ সদস্যের সাথে কথা কাটাকাটির জের ধরে পুলিশের উপর হামলা করে এমইএস কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখান থেকে হামলাকারী রওনককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রওনকের মা অভিযোগ করেন, তাকে গ্রেফতারের পর পুলিশ হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেছে। পায়ে ডাÐাবেরি পরিয়ে হাসপাতালে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন, ২০১৩ এর ১৫ ধারায় অভিযোগ এনেছেন বাদি। এজাহারে চমেক হাসপাতালে চিকিৎসাধীন আহত রওনকের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে না দেয়ার অভিযোগও করা হয়েছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ