বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
উখিয়া (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা: কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফিরবিল গ্রামের দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩জানুয়ারী) ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় জুলেখা নামে স্থানীয় সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ‘একই সঙ্গে দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হলেও কোনো টাকা-পয়সা লুট হয়নি। গত কয়েক দিনে সংঘটিত বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় রোহিঙ্গারা জড়িত বলে জানতে পেরেছি। তারা রোহিঙ্গা শিবির থেকে পালংখালী হয়ে সাগরপারে চলে আসে, পরে সুযোগ বুঝে ডাকাতি করে আবার শিবিরে ঢুকে পড়ে। এ দিকে বুধবার ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্পের নির্জন এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় তিন রোহিঙ্গাকে আটক করে থানায় সোপর্দ করেছে র্যাব সদস্যরা।
আটককৃতরা হল- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৌলভি ফজল আহমদের ছেলে মুহিবুল্লাহ (৪৩), মৃত কবির আহমদের ছেলে আব্দুল জব্বার (৬২) ও রশিদ আহমদের ছেলে হালিম হোসেন (৩৫) ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।