বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক চাকুরী সংক্রান্ত যাবতীয় সুযোগ-সুবিধা চসিক নিশ্চিত করবে। বিনিময়ে প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য পালন করে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় চাকুরী বিধি অনুযায়ী প্রত্যেককে শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ নাগরিকদের ট্যাক্সের বিনিময়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হয়। তাদেরকে নাগরিকদের কাছে দায়বদ্ধতা থেকে দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করতে হবে।
গতকাল (বুধবার) সিটি কর্পোরেশন শ্রমিক ও কর্মচারী লীগের ১৩ দফা দাবী পূরণের বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠককালে মেয়র একথা বলেন। বৈঠককালে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়া, সিটি কর্পোরেশনের আবাসন প্রকল্পের অধীনে প্লট বরাদ্দের ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের ৫০ শতাংশ কোটা দেয়া, চসিক পরিচালিত সকল চিকিৎসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের এবং তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, অস্থায়ীভাবে কর্মরত ৫৯ বছর বয়স্ক শ্রমিক কর্মচারীদের স্বেচ্ছায় চাকুরী হতে অব্যাহতির ক্ষেত্রে ২ লাখ টাকা আর্থিক অনুদানসহ দাবী সমূহ আলোচনায় স্থান পায়। এসময় উপস্থিত ছিলেন সিবিএর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল আলম, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল আলম চৌধুরী, সহ-সভাপতি রূপন কান্তি দাশ, মোঃ ইয়াছিন চৌধুরী, মোঃ যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
চট্টগ্রাম ১৪ দল
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে গতকাল নগর ভবনের মেয়র দপ্তরে চট্টগ্রাম ১৪ দল নেতৃবৃন্দ সাক্ষাত করেন। সাক্ষাতে নেতৃবৃন্দ সিটি মেয়রের সাথে সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি, জোট পুনর্গঠনসহ নানা বিষয়ে নিয়ে আলাপ আলোচনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।