Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ট্রিপল মার্ডার মামলায় ১৫ জনের সাজা

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সাতকানিয়ায় ২৬ বছর আগে ডাকাতির সময় তিনজনকে গুলি করে হত্যার দায়ে চার জনকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল (বুধবার) চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা এ রায় দেন। আদালতের বিশেষ পিপি মো. জাহাঙ্গীর আলম ইনকিলাবকে বলেন, ডাকাতির সময় গুলি চালিয়ে তিন জনকে খুন করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড, একজনকে ১০ বছরের এবং অন্য ১০ জনের প্রত্যেককে ছয় বছরের কারাদন্ডের দিয়েছেন আদালত। যাবজ্জীবন দন্ডিতরা হলেন- আব্দুস শুক্কুর, আজম খান, জামাল ও নজির আহমদ। এছাড়া মো. ফিরোজ ১০ বছরের সাজাপপ্রাপ্ত। অন্য দন্ডিতরা হলেন- সাহাব মিয়া, সিরাজুল হক, ইয়াকুব, মোজাহার, মহসিন, ইলিয়াস, লোকমান হোসেন, ইমাম হোসেন, নূরুল আলম ও রমজান আলী। এদের মধ্যে রমজান আলী সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ