Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘চট্টগ্রাম গণহত্যার’ আজও বিচার না হওয়া হতাশাজনক

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সময় যে গণহত্যা হয়েছিল তার আজও বিচার না হওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল (বুধবার) সকালে আদালত ভবনের সামনে নির্মিত শহীদফলকে পুষ্পস্তবক অর্পণকালে তিনি একথা বলেন। মেয়র বলেন, বিচার প্রক্রিয়ার দুর্বলতার কারণে ২৪ জানুয়ারির গণহত্যার বিচার জাতি পায়নি। আমি আশাবাদী, দেশে আইনের শাসন চলছে। আইন মোতাবেক বিচার হবেই। মেয়র নাছির বলেন, সেদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নেতা-কর্মীরা প্রতিরক্ষা দেয়ায় রক্ষা পেয়েছিলেন। এরপর তাকে ২৪ বার হত্যার অপচেষ্টা করা হয়েছে। বাংলার জনগণ ও জাতীয় নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করেছে। তিনি বলেন, আমাদের সংকল্প আগামী সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মহানগরের অন্তর্ভুক্ত ৬টি আসন উপহার দেব। এ জন্য দলের নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে তাদের মন জয় করতে হবে। সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানাই ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সংঘটিত গণহত্যার বিচার নিষ্পত্তি হোক। এ বিচার প্রক্রিয়ায় যারা বাধা দিচ্ছেন তাদেরও শনাক্ত করে ন্যায়বিচার করুন। নগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণানুষ্ঠানে আইন সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এডভোকেট সুনীল কুমার সরকার, বার কাউন্সিলের সদস্য এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সিপিবি নেতা অধ্যাপক অশোক সাহা, উপদেষ্টা সফর আলী, অর্থ সম্পাদক ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, উপ দপ্তর সম্পাদক জহরলাল হাজারী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ