Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্যাকব টাওয়ার উদ্বোধনে প্রেসিডেন্ট চরফ্যাশনে পর্যটন শিল্পে নতুন সম্ভাবনা

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এম এ বারী/এম আমির হোসেন চরফ্যাশন (ভোলা) থেকে : প্রেসিডেন্ট আবদুল হামিদ চরফ্যাশনের দৃষ্টি নন্দন জ্যাকব টাওয়ার উদ্বোধন শেষে বলেন, চরফ্যাশনের পর্যটন শিল্পে নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। গতকাল বুধবার আড়াইটায় চরফ্যাশন সরকারি টি.বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট আরও বলেন, চরফ্যাশনের রাস্তা-ঘাট, শিক্ষা-প্রতিষ্ঠান, বিভিন্ন অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের চিত্র দেখে আমি অভিভূত ও আনন্দিত। ভোলার চরফ্যাশনের উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কথা দীর্ঘদিন ধরে শুনে আসছি। আজ বাস্তবে এসে দেখে আমি মুগ্ধ। আপনাদের ভোটে পরপর দু‘দুবার নির্বাচিত সংসদ সদস্য উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে এই এলাকার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যাচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ নিশ্চিত করতে পর্যটকের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। সে চিন্তা ধারা থেকে আপনাদের প্রিয় নেতা জ্যাকবের উদ্যোগ এবং চরফ্যাশন পৌরসভার তত্বাবধানে ১৮তলা বিশিষ্ট ২২০ফুট উচ্চতা সম্পন্ন টাওয়ার নির্মাণ একটি যুগান্তকারী পদক্ষেপ। এই টাওয়ার দেশ-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে ইতিবাচক অবদান রাখবে। দক্ষিণ পুর্ব এশিয়ার সর্বাধুনিক ও সু-উচ্চ “জ্যাকব টাওয়ার” উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ পর্যটন শিল্পের এক নতুন দিগন্ত উম্মোচন হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদ বলেন, জোট সরকারের আমলে আমাকে ও জ্যাকবকে এলাকায় আসতে দেওয়া হয়নি। কায়কোবাদ হত্যা মামলা আমাদেরকে আসামী করে জেলে নির্যাতন করা হয়েছে। ভোলা ৪টি আসনের মধ্যে চরফ্যাশন-মনপুরা উপজেলায় জ্যাকব সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। চরফ্যাশন একদিন জেলা হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে আমার সার্বিক সহযোগিতা থাকবে।
বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, আমরা প্রেসিডেন্টকে চরফ্যাশন আনতে পেরে ধন্য। ২০০৪ সালে প্রেসিডেন্ট এসেছিলেন। বিএনপি তাকে কোন সভা-সমাবেশ করতে দেয়নি। আজ সেই মাটিতেই তিনি আনন্দ মুখর পরিবেশে ভাষণ দিচ্ছেন এবং উন্নয়ন মূলক কর্মকান্ড উদ্বোধন করেছেন। কুকরি-মুকরিতে রাত যাপন করে চরফ্যাশন তথা ভোলাবাসীকে ধন্য করেছেন। উপস্থিত ছিলেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশ্রোগঞ্জ-৩ আসনের এমপি ও প্রেসিডেন্টের সু-যোগ্য সন্তান রেজাউল তৌফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব হিসেবে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ