Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন সৌদ

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বদরুল আনাম সৌদ পরিচালিত গহীন বালুচর সিনেমাটি সম্প্রতি মুক্তি পায়। মুক্তির পর সিনেমাটির প্রশংসা করেন অনেকে। একটি ভালো সিনেমা হিসেবে এটি আখ্যায়িত হয়। এই প্রশংসার রেশ ধরেই সৌদ তার দ্বিতীয় সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন বলে সৌদ জানিয়েছেন। মাস খানেকের মধ্যে এর কাজ শেষ হবে। এর গল্প কেমন হবে তার একটি ধারণা দেন সৌদ। গহীন বালুচর-এ চর দখলের কাহিনীকে ছাপিয়ে দুটি অবুঝ মনের প্রেমের বিষয়টি মুখ্য হয়ে উঠেছিল। এবারের গল্পটিতে প্রেম থাকলেও তা মুখ্য হবে না তিনি বলেন, এবারের সিনেমার গল্পটি শুরু হবে মফস্বল থেকে। এতে হয়তো প্রেম আসবে, কিন্তু তার প্রাধান্য কমই থাকবে। নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভির ও জান্নাতুন নূর মুন এই তিন নতুন মুখ অভিনয় করেছিলেন গহীন বালুচরে। অন্যান্যদের মধ্যে ছিলেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান। এবারের সিনেমায় কারা থাকছেন এ প্রসঙ্গে সৌদ জানান, আসলে কাহিনী কোন দিকে এগোয় তা এখনো বলতে পারছি না। কাহিনীর গতিপথ অনুযায়ী পাত্র-পাত্রী ঠিক করবো। তিনি বলেন, সবকিছুই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এমনকি প্রযোজনা সংস্থাও ঠিক হয়নি। কাহিনী পরিপূর্ণ দাঁড় করাবার আগে আমি চাই না কোনো প্রযোজকের কাছে যেতে। সব কিছু ঠিক থাকলে এ বছরই সিনেমাটির শূটিং শুরু হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ