Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোকজ উৎসবে ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থা

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি লোকজ উৎসব, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁ জাদুঘরে লোকজ উৎসবের আয়োজন করে। অনুষ্ঠানে ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার নৃত্য শিল্পী ও সংগীত শিল্পীদের নিয়ে অংশগ্রহণ করে। উৎসবে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরী সুমন-এর হাতে শুভেচ্ছার নিদর্শন স্বরূপ পদক তুলে দেন। ফাল্গুনী সংস্থার নৃত্য শিল্পী মোহাম্মদ আকাশ শাহরীন ও সিদ্দিক রোহান, তাসকিন ও সাইফুল লাল সবুজের বিজয় নিশান গানের সাথে নৃত্য পরিবেশন করেন। আরো কিছু লোক গানের সাথে ফাল্গুনী সংস্থার নৃত্য পরিচালক ইমন চৌধুরী সুমন, নৃত্য শিল্পী মিতু ও নৃত্য শিল্পী মিহিকে নিয়ে দলীও এবং যৌথ নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন ফাল্গুনী সংস্থার সংগীত শিল্পী পথিক উজ্জল, সংগীত শিল্পী মোঃ জয়নাল, সংগীত শিল্পী সিমা আক্তার ঝর্ণা ও বুশরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাল্গুনী সামজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মনজুর আলম আলমগীর, দপ্তর সম্পদাক মোঃ ইছাবুর রহমান, সদস্য মোঃ হিমেল চৌধুরী সানি, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফাল্গুনী সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরী সুমন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ