Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষপান করিয়ে চালককে হত্যার ঘটনায় গ্রেফতার ২

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সিএনজিচালিত অটোরিকশার চালক ইসকেন্দার হাওলাদারকে হত্যার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. লিটন (৪৫) ও মো. জসিম (২৮)। যাত্রীবেশে অটোরিকশায় উঠে তারা তাকে হত্যা করে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. আবদুল বাতেন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত সোমবার শাহ আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে লিটন ও জসিমকে গ্রেফতার করে ডিবি। এ সময় ইসকেন্দারের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। ইসকেন্দারকে হত্যা করে লাশ ড্রেনে ফেলে অটোরিকশাটি নিয়ে চলে যান লিটন ও জসিম এ কথা জানিয়ে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ১৩ জানুয়ারি বাণিজ্য মেলা থেকে ইসকেন্দারের অটোরিকশা ভাড়া করে ফার্মগেট এলাকায় যান লিটন ও জসিম। পথে যানজট হলে অটোরিকশাচালকের সঙ্গে সখ্য গড়েন তারা। ফার্মগেটে যাওয়ার পর তারা ইসকেন্দারকে নিয়ে চা পান করেন। এ সময় কৌশলে ওই চালককে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে দেন তারা। একসময় ইসকেন্দার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে তারা অটোরিকশাটি নিয়ে নেন। পথে ইসকেন্দারের মৃত্যু হলে তার লাশ মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবনের সামনের ড্রেনে ফেলে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান লিটন ও জসিম। পরের দিন ১৪ জানুয়ারি এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়। সূত্র না থাকায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন লিটন ও জসিম। আসামীদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ