Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পূবালী ব্যাংক পরিচালককে ৫ লাখ টাকা জরিমানা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসনকে সুবিধাভোগী ব্যবসা করার কারণে ৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন ৬২৫তম সভায় এই জরিমানা করা হয়। জানা যায়, সৈয়দ মোয়াজ্জেম হোসন তার প্রিন্স করপোরেশনের নামে পরিচালিত বিও হিসাবসমূহে শেয়ার ক্রয়ের ক্ষেত্রে পূর্ব ঘোষণা প্রদান না করে কমিশনের নির্দেশনা ভঙ্গ করেছে।
এছাড়া পূবালী ব্যাংক ২০১৩ সালের ব্যবসায় ১০ শতাংশ বোনাস শেয়ার প্রদান করে। যা সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে সৈয়দ মোয়াজ্জেম হোসন আগে থেকেই জানতেন। ফলে ওই সময়ে ব্যাংকটির শেয়ার ক্রয় করে তিনি সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন। আর এইসব আইন ও নির্দেশনা ভঙ্গের কারণে বিএসইসি সৈয়দ মোয়াজ্জেম হোসনকে ৫ লাখ টাকা জরিমানা করেছে।
এদিকে, পূবালী ব্যাংক সৈয়দ মোয়াজ্জেম হোসেনের শেয়ার ক্রয় সংক্রান্ত বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে সিকিউরিটিজ আইন লংঘন করেছে। এছাড়া সৈয়দ মোয়াজ্জেম হোসেন সম্পর্কে তথ্য চাওয়া সত্তে¡ও তা না দিয়ে আইন লঙ্ঘন করেছে। যে কারনে বিএসইসি ব্যাংকটিকে সতর্কপত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ