Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ে চৈতিকে এপিএস বানালেন কেরামত আলী

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: নিজের মেয়েকে সহকারী একান্ত সচিব (এপিএস) বানালেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। কেরামত আলীর ইচ্ছা অনুযায়ী তার কন্যা কানিজ ফাতেমা চৈতিকে এপিএস হিসেবে নিয়োগ দিয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কেরামত আলী যতদিন প্রতিমন্ত্রীর পদে থাকবেন বা কানিজ ফাতেমাকে এপিএস পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ৩ জানুয়ারি রাজবাড়ী-১ আসনের সরকার দলীয় এমপি কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়। ইস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা নেয়া কানিজ ফাতেমা এর আগে জেট এয়ারওয়েজে সেলস এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ