বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অর্থনৈতিক রিপর্টোর : চলতি বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক নয় শতাংশে পৌঁছবে বলে আইএমএফ এর এক প্রাক্কলনে উঠে এসেছে। সুইজারল্যান্ডের ডাবোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৮তম বার্ষিক বৈঠককে সামনে রেখে গত সোমবার সর্বশেষ এ প্রাক্কলন ঘোষণা করা হয়েছে।
আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক কার্যক্রম দৃঢ়তর হচ্ছে। ২০১৭ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন দশমিক সাত শতাংশে পৌঁছে। যা ২০১৬ সালের প্রাক্কলনের চেয়ে শূণ্য দশমিক ১ শতাংশ বেশি এবং গড় প্রাক্কলনের চেয়ে শূণ্য দশমিক ৫ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবৃদ্ধির এ গতির ভিত্তি প্রশস্ত, যার মধ্যে ইউরোপ ও এশিয়াতে লক্ষণীয় গোলমেলে ভাব দেখা গেছে।
২০১৮ ও ২০১৯ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূণ্য দশমিক ২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ সংশোধিত আকারে প্রকাশিত হয়েছে। সংশোধিত নতুন এ প্রবৃদ্ধিতে বৈশ্বিক উন্নয়নের প্রতিফলন ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের নতুন টেক্স নীতি পরিবর্তনে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।