Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা প্রখ্যাত হাফেজ ত্বরিকুল ইসলাম নির্বাচিত

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তের বছরের প্রখ্যাত হাফেজ ত্বরিকুল ইসলাম এবার বাংলাদেশের পক্ষে বিশ্বের বাছাইকৃত সেরা হাফেজে কুরআনদের সাথে প্রতিযোগীতায় লড়তে কুয়েত যাচ্ছেন। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন হাফেজ ত্বুরিকুল ইসলাম। সে হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত দনিয়া যাত্রাবাড়ীস্থ /সাইনবোর্ড ঢাকার একাধিকবার বিশ্বসেরা পুরস্কারপ্রাপ্ত হিফজ মাদরাসা মারকাজুত তাহফিজ মাদরাসার ছাত্র। সে ২০১৭ সালে দুবাইয়ে অনুষ্ঠিত ২১তম দুবাই হলি কুরআন এ্যাওয়ার্ড প্রতিযোগীতায় ১০৩ টি দেশের প্রতিযোগিদেরকে পরাজিত করে ১ম স্থান অর্জন করেছিল। দুবাইয়ে পুরস্কার হিসেবে বাংলাদেশি টাকায় ৬০ লক্ষ টাকা, আন্তর্জাতিক সনদ ও দুবাইয়ের শাসক শেখ আহমাদ বিন রাশেদ আল মাখতুম এর কাছ থেকে সম্মাননা গ্রহন করেন। বরাবরের ন্যায় এবারও ত্বরিকের বিশ্ব জয়ের অপেক্ষয় বাংলাদেশ। তার এ কৃতিত্বপূর্ণ বিজয়কে সম্মান জানিয়ে গতকাল এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের ইসলামী ব্যক্তিবর্গ ত্বরিকুল ইসলাম ও তার উস্তাদ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরীকে ফুল দিয়ে বরণ করে নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ