Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম প্রিমিয়াম হারে পলিসি করলে ব্রাঞ্চ বন্ধ করে দেবে আইডিআরএ

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বদ্যমান ট্যারিফ ও কর্তৃপক্ষ অনুমোদিত প্রিমিয়াম হার অনুসরণ না করে কম প্রিমিয়াম হারে বীমা ঝুঁকি গ্রহণ করলে জরিমানাসহ সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। গতকাল মঙ্গলবার এক পত্রে এ কথা জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
ওই পত্রে বলা হয়েছে, বর্তমানে কোনো কোনো নন-লাইফ বীমা কোম্পানি বিদ্যমান ট্যারিফের প্রিমিয়াম হার ও সময়ে সময়ে কর্তৃপক্ষ অনুমোদিত প্রিমিয়াম হার অনুসরণ না করে কম প্রিমিয়াম হারে বীমা ঝুঁকি গ্রহণ করছে।
তাছাড়া কান্ট্রি লিমিটের অতিরিক্ত বীমা ঝুঁকির ক্ষেত্রে দেশি/বিদেশি পুনর্বীমাকারীদের নিকট থেকে প্রিমিয়াম হার ও শর্তাবলী এনে তা প্রয়োগের জন্য কর্তৃপক্ষের যে দিক নির্দেশনা দেয়া আছে তাও যথাযথভাবে পালন করছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ