Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের উত্থান হয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো উভয় বাজার।
মূল্য সূচকের পাশাপাশি এ দিন ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৩০টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৯টির দাম।
বাজারে লেনদেন হয়েছে ৫৬২ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫০২ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ৬০ কোটি ২৯ লাখ টাকা। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস ডিএসইতে লেনদেন বাড়লো।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দু’টি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ৩০২ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৩ পয়েন্টে।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালের শেয়ার। কোম্পানিটির ৪৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণ ফোন। লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার, প্যারামাউন্ট টেক্সটাইল, মুন্নু সিরামিক, বিবিএস কেবলস, শাহজালাল ইসলামী ব্যাংক এবং সিটি ব্যাংক।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স ২৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৬৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ার দাম বেড়েছে। কমেছে ১১৮টির। আর দাম অপরিবর্তিত রয়েছে ২৫টির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ