Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্ব গতিতে স্বল্প আয়ের মানুষ বিপর্যস্ত: সাইফুল হক

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক বলেছেন, গ্যাস সংকট, যাত্রী সংকট, বাড়ি ভাড়ার অত্যাচার, যানজট ও দ্রব্যের মূল্যে উর্ধ্ব গতিতে ঢাকা নগরবাসী দিশেহারা। গ্যাস সংকটে লাখ লাখ মানুষ নাকাল। অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়ার অত্যাচারে ভাড়াটিয়াদের জীবন অতিষ্ঠ। দ্রব্য মূল্যের লাগামহীন উর্ধ্ব গতিতে স্বল্প আয়ের সাধারন মানুষ বিপর্যস্ত।
গতকাল মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে পার্টির ঢাকা মহানগর কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, তাছাড়া দুষণ-দখল নিরাপত্তাহীনতায় দেশের রাজধানী বাসযোগ্য থাকছে না। যে শহরে ৬০ শতাংশের উপর শ্রমজীবি মানুষ সেই শহরে শ্রমজীবি মানুষের কার্যত কোন অধিকার নাই। সরকারের কথিত উন্নয়ন রাজধানী ঢাকাকে সবচেয়ে বিষাক্ত, নোংরা ও বসবাসের অনুপযোক্ত শহরে পরিণত করেছে। তিনি এই অবস্থা থেকে পরিত্রানে বর্তমান উন্নয়ন, দর্শন ও কৌশলের পরিবর্তন করে জনবান্ধব মানবিক ও নিরাপদ ঢাকা গড়ে তোলতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার আহবান জানান। একই সাথে তিনি ঢাকার উপর চাপ কমাতে কেন্দ্রীয় করণের কার্যকরী উদ্যোগ নিতেও সরকারের প্রতি আহবান জানান।
মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী বহ্নি শিখা জামালী, মুখলেছুর রহমান, মহানগরের সাধারন সম্পাদক মীর মোফাজ্জল হোসেন মোস্তাক, শাহাদাত হোসেন, সিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ