পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কক্সবাজারে হোটেল শৈবাল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে এসে বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। বিশিষ্ট নাগরিকদের সাথে মত বিনিময়কালে হোটেল শৈবালসহ তৎসংলগ্ন ভূমির ইজারা বাতিলের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীরা সেখানে ঢুকে ইজারা চুক্তি বাতিলের দাবী জানান। তারা ওরিয়েন গ্রুপের সাথে চুক্তি বাতিল না হলে ১লা ফেব্রুয়ারী অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন।
শৈবালের প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পদ মাত্র ৬০ কোটি টাকায় ওরিয়েন গ্রুপকে ইজারা দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যে চুড়ান্ত হয়েছে বলে প্রচার হলে বিক্ষোব্ধ হয়ে উঠে কক্সবাজারবাসী। ৫০ বছর মেয়াদে কক্সবাজারে পর্যটন করপোরেশনর মোটেল শৈবালের মোটেলসহ ১৩৫ একর জমি লিজ বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলন ও কক্সবাজার নাগরিক সমাজসহ স্থানীয় ২২টি সংগঠন। গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের নেতা মফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল মঙ্গলবার বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল কক্সবাজারে এক মত বিনিময় সভায় গিয়ে কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের নেতাদের তোপের মুখে পড়েন। এরপরই ওরিয়ন গ্রæপের সঙ্গে শৈবাল চুক্তি বাতিলের দাবিতে ১ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন তারা।
এদিকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল বলেছেন, কক্সবাজারের আলোচিত শৈবাল হোটেল ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ইস্যু নিয়ে কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া জানার জন্যই শুধু আমি কক্সবাজার এসেছি। আপনাদের প্রতিক্রিয়া আমি প্রধানমন্ত্রীর কাছে পেশ করবো। গতকাল মঙ্গলবার দুপুরে আলোচিত শৈবাল ইস্যুতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। প্রধানমন্ত্রীর ধ্যান-জ্ঞান জুড়েই দেশের উন্নয়ন। আর এই উন্নয়ন হলো জনগণের জন্য। তাই প্রধানমন্ত্রী এই বিষয়টি মাথায় রেখে শৈবালের বিষয়ে সিদ্ধান্ত দেবেন। এ জন্য আমি কক্সবাজারবাসীর প্রতিক্রিয়া তার কাছে যথাযথ তুলে ধরবো।’
উল্লেখ্য শৈবালের প্রায় পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি ওরিয়েন গ্রুপকে মাত্র ৬০ কোটি টাকায় লিজ দেয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে কক্সবাজারবাসী অবস্থান নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।