Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ঘুষখোর আয়কর কর্মচারীর সাজা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ঘুষ নেয়ার মামলায় এক আয়কর কর্মচারীকে এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত জাহেদ ইকবাল চট্টগ্রাম কর অঞ্চল-৪ এর উচ্চমান সহকারী ছিলেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী (পিপি) মাহমুদুল হক জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক বছরের কারাদন্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করেছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে জাহেদকে আরও তিন মাস কারাদন্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।
অভিযোগে বলা হয়, আবুল কাশেম ভূঁইয়া নামের এক ব্যক্তি তার স্ত্রী আক্তার জাহান বেলার সম্পদ বিবরণীর ভুল সংশোধনের জন্য উচ্চমান সহকারী জাহেদের কাছে গিয়েছিলেন। সে সময় আবুল কাশেমের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন জাহেদ। বিষয়টি আবুল কাশেম দুদককে জানালে তারা ফাঁদ পেতে জাহেদকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় দুদকের উপ-সহকারী পরিচালক এইচএম আখতারুজ্জামান ২০১৪ সালের ১৩ জুলাই একটি মামলা করেন। একই বছরের ৩১ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দেয়া হয় এবং ২০১৫ সালের ২৬ আগস্ট আদালত অভিযোগ গঠন করে। রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় দেয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ