বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার বাজার এলাকা এবং সান্তাহার শহরের রেলগেট চত্বর থেকে আব্দুল মতিন (৫৫) ও আনোয়ার হোসেন (২৮) নামের দুই চাল ব্যবসায়ীকে সোমবার সন্ধায় একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
প্রকাশ্যে জনসমুক্ষে এ দুজনকে তুলে নিয়ে যাওয়া হলেও তাদের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার পর ওই দুই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানা, র্যাব ও ডিবি’র দপ্তরে খোঁজ নিয়ে দুজনের কোন সন্ধান পাননি বলে জানিয়েছেন।
স্থানীয় ও নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধার কিছু পর কালো রংয়ের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১১-১৯০২) আদমদীঘি বাজার এলাকায় এসে দাড়ায়। সেখান থেকে কয়েক ব্যাক্তি নেমে উপজেলার কোমারপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে চাতাল ব্যবসায়ী আব্দুল মতিনকে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরকিছু পর ওই একই মাইক্রোবাস সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে আসে।
সেখান থেকে তিনচার জন ব্যক্তি নেমে উপজেলার জিনইর গ্রামের কছিম উদ্দীনের ছেলে চাল ব্যবসায়ী আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যাক্তিদের গায়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কোন পোশাক ছিল না।
এ ছাড়া তারা ঘটনাস্থলে উপস্থিত মানুষ জনকে তাদের কোন পরিচয় দেননি। চাতাল ব্যবসায়ি আব্দূল মতিনের বড় ভাই আয়ুব হোসেন বলেন, এ ঘটনার পর তারা স্থানীয় থানাসহ আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সকল দপ্তরে খোঁজ নিয়েছেন। কিন্তু দুজনের কারো সন্ধান পাননি। ঘটনার পর স্থানীয় সংবাদিকরা ঘটনাটি থানা পুলিশকে জানায়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, ওই দুই জনকে আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তবে তিনি কোন বাহিনীর নাম বলেন নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।