Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে দলছুট বন্যহাতির মৃত্যু

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

জাকের উল্লাহ চকোরী,কক্সবাজার থেকে : কক্সবাজারের চকরিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে দলছুট একটি বন্যহাতি মারা গেছে। গতকাল মঙ্গলবার সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়াখালী বনবিটের অধীন ঘোনারপাড়া এলাকা থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করেছে বনকর্মীরা।
বনবিভাগের ফাঁসিয়াখালীর বিট কর্মকর্তা এস.এম এনামুল হক হাতি মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার সকালে বনবিভাগের কর্মীরা টহল দিতে বের হলে ফাঁসিয়াখালীর ঘোনারপাড়া এলাকায় একটা মৃত বন্যহাতি দেখতে পায়। পরে আমাদের খবর দিলে সাফারি পার্কের ভেটেরেনারি সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমানসহ ঘটনাস্থলে যাই। এরপর ময়না তদন্ত শেষে সেখানে গর্ত খুঁেড় হাতির মৃতদেহটি মাটি চাপা দেয়া হয়েছে। ময়নাতদন্তকারী কর্মকর্তার বরাত দিয়ে বিট কর্মকর্তা এনামুল হক বলেন, হাতিটির বয়স আনুমানিক ৩৫ বছরের উর্ধ্বে হবে। কি কারণে মারা গেলে ময়নাতদন্ত রিপোর্ট ফেলে বুঝা যাবে। তবে হাতির শরীরে কোন ধরনের আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোর রাতের দিকে হাতিটি মারা যেতে পারে। বনবিভাগের ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, বনাঞ্চলের ভেতরে বন্যহাতির মৃত্যুর ঘটনাটি বনবিভাগের উর্ধ্বতন প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে চকরিয়া থানায় বনবিভাগের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরী রুজু করা হয়েছে। বনবিট কর্মকর্তা এনামুল হক দায়ের করা জিডির বাদি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ