Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাকাতরা অরিনের বেঁচে থাকার স্বপ্নও লুটে নিয়েছে

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে গত শনিবার রাতে থানার কাছে অন্তি অরিন সেন স্বর্ণ শিল্পালয়ে দুর্ধর্ষ ডাকাতরা প্রায় কোটি টাকার সম্পদ লুটের সময় শিশু অরিনের বেঁচে থাকার শেষ স্বপ্নটুকুও লুটে নিয়েছে। এক মাত্র ছেলে অরিন আবার দুরারোগ্য ব্যাধি থেকে বেঁচে সবার মাঝে ফিরবে না। নিষ্পাপ মুখটি নিয়ে আবার হেসে খেলে মাতিয়ে রাখবে সবাইকে এমন দিন ফিরে আসবেনা এমন আশঙ্কায় বাবা দিপক সেন বার বার মুর্ছা যাচ্ছিল আর কেঁদে কেঁদে বিলাপ করছিলেন। বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে প্রায় জ্ঞান হারাচ্ছিলেন জুয়েলারি ব্যবসায়ী দিপক সেন। তিনি আর্তনাদ করে বলছিলেন আমার ছেলের বেঁচে থাকার স্বপ্নটুকুও লুটে নিয়েছে ডাকাতরা। জুয়েলারি ব্যবসায়ী দিপকের স্বজনরা জানান দিপকের এক মেয়ে অন্তি আর এক ছেলে অরিন। অরিনের বয়স সাড়ে চার বছর। ছোট বেলা থেকেই অরিন কানের ভিতরে দুরারোগ্য এক রোগে ভোগছে। কানে শুনতে পায়না সে। শুধু সময় সময় ব্যথায় অস্থির হয়ে পড়ে অরিন। এ দেশে অনেক ডাক্তার দেখানো হয়েছে। কোনো উন্নতি হয়নি এ রোগের। পরে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পাশ্ববর্তী দেশ ভারতে নিয়ে চিকিৎিসা করার প্রস্তুতি চলছিল। বিদেশে নিয়ে চিকিৎসা করার সকল টাকা রক্ষিত ছিল দোকানের সিন্ধুকে। ডাকাতরা ৭০ ভরি স্বর্ণালঙ্কারের সাথে ওই টাকাও লুট করে।
অরিনের চাচা বিপ্লব সেন জানান, ছোট বেলা থেকেই আমার ভাই (দিপক) শ্রীপুরে মামার বাড়িতে থেকে ছেলে মেয়ের নামে অন্তি অরিন সেন স্বর্ণ শিল্পালয়ে ব্যবসা করছে। আমাদের অন্য ভাইয়েরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই ব্যবসা করি। ফুটফুটে শিশু ভাতিজা অরিনের চিকিৎসার জন্য ভাই সকল আতœীয়র কাছ থেকে ধারদেনা করে টাকা জমিয়ে ছিল। এ মাসেই পাসপোর্ট আসার কথা রয়েছে। আগামী ফেব্রæয়ারি মাসের আট দশ তারিখে ভারতে চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল। এখনতো সবই শেষ হয়ে গেছে।
অরিনের আরেক চাচা তাপস সেন জানান, আমি ও আমার ছোট ভাই প্রায় ১২-১৩ লাখ টাকা দিয়েছে ভাতিজার চিকিৎসার জন্য। অরিনের চিকিসার জন্য প্রায় অর্ধ লক্ষ টাকা দরকার ছিল। তাই সকল স্বজনদের কাছে চেয়ে এ সব টাকা জমানো হয়েছিল। শ্রীপুর থানার ওসি (তদন্ত) শেখ সাদিক জানান, এ ঘটনায় ডাকাতি মামলা হয়েছে। আমাদের কয়েকজন চৌকুস অফিসার তদন্ত করছে বিষয়টি। একাধিক টিম নিয়ে অভিযান চলছে লুট হওয়া মালামাল উদ্ধার করতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ