Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতালে অবৈধভাবে গর্ভপাতের সময় নিহত লাশ গুমের ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তরে একটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারে অবৈধভাবে গর্ভপাতের সময় মৃত গৃহবধু টগি রানী সরকারের লাশ গুমের ঘটনায় স্বামী ক্ষিতিশ চন্দ্র সরকার বাদী হয়ে ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক ক্লিনিকের পরিচালক ও প্রধান আসামী পরিবার পরিকল্পনা সহকারি (এফডবিøউএ) আফরোজা মাসুদ ঝুনু (৩৮), নৈশ্য প্রহরী জামাল হোসেন (৪২) এবং ১৬৪ ধারায় জবানবন্দির জন্য মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রধান আসামী সরকারি চাকুরীজীবি হয়েও প্রাইভেট হাসপাতাল দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে। তিনি নিজেকে বিশেষজ্ঞ গাইনী ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখতেন। শুধু তাই নয়, তিনি রোগীদের অবৈধ গর্ভপাত, ডিএনসিসহ বিভিন্ন অবৈধ চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, মৃত্যুর পর ক্লিনিক মালিক আসামী সোহাগ মোল্লার ভাড়ায় চালিত প্রাইভেটকার দিয়ে রোববার রাতে লাশ গুমের জন্য রাতের আঁধারে উপজেলার ষাটনল এলাকায় ফেলে দেয়। এদিকে নিহতের স্বজন ও এলাকাবাসী মঙ্গলবার সকালে মতলব উত্তর থানার সামনের সড়ক ও ছেঙ্গারচর বাজারের প্রধান প্রধান সড়কে এবং মারিয়া হাসপাতালের সামনে আসামীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হক ও ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরিচালক আফরোজা মাসুদ ঝুনু ও নৈশ্য প্রহরী জামাল হোসেনকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, নিহত গৃহবধু টগি রাণী সরকার গত রোববার সকাল ১১টায় গর্ভপাত করানোর কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সারাদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তার স্বামী ক্ষিতিশ চন্দ্র সরকার ছেঙ্গারচর বাজারস্থ মারিয়া জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তালাবদ্ধ দেখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ