বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে উচ্চ আদালতের আদেশ অমান্য করে তানাকা সিএনজি ফিলিংস্টেশনে ভাংচুর ও বিদ্যুৎ -গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে । এতে কদমতলী গোলচত্বরের গুরুত্বপুর্ন এলাকায় এই সিএনজি ফিলিংস্টেশনটি গত আড়াইমাস যাবত বন্ধ থাকায় মালিকপক্ষ একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন অপরদিকে বিভিন্ন যানবাহনের মালিক, চালক যাত্রীগণ পড়েছেন চরম ভোগান্তিতে। কেরানীগঞ্জ উপজেলায় ২টি থানা এলাকায় একমাত্র সিএনজি ফিলিংস্টেশন এটি। দীর্ঘদিন এই ফিলিংস্টেশনটি বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনের চালকগণকে এখন রাজধানী ও সাভারের হেমায়েতপুরের ফিলিংস্টেশন থেকে জ্বালানি সংগ্রহ করতে হচ্ছে।
জানা যায়, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে রাতে ৩০/৪০জান ক্ষমতাসীন দলের লোকজন হঠাৎ ফিলিংস্টেশনে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা অফিসের কম্পিউটার, সিসি ক্যামেরা,ফিলিংস্টেশনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা নোটিশসহ অনেক গুরুত্বপূর্র্ণ ও প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর করে। নেতাকর্মীদের উপস্থিতেই তিতাস গ্যাস অফিসের লোকজন জোরপুর্বক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এসময় ফিলিংস্টেশনে কর্মরত ২০/২৫জন কর্মচারীর মধ্যে আতংকে ছড়িয়ে পড়লে তারা দ্রæত সেখান থেকে ছিটকে পড়ে। এই ঘটনার কয়েক দিন পরেই ফিলিংস্টেশনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির-৪ এর লোকজন। কয়েক দিন আগে যানবাহনে গ্যাস দেয়ার মিটারস্কেল, মেশিনপত্রসহ একটি পাকা স্থাপনা ভেঙে ফেলা হয়েছে । এখনো এই স্টেশনে বিপুল পরিমান, পেট্রোল, ডিজেল ও অকটেন মজুদ রয়েছে। যদি এভাবে এখানে ভাংচুর চালানো হয় তাহহলে যেকোন সময় বিস্ফোরন ঘটে বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তানাকা গ্রæপের ম্যানেজিং ডিরেক্টর মহিউদ্দিন মাহিন জানান, অন্যায়ভাবে আমার ফিলিংস্টেশনটি ভাংচুর করা হয়েছে। আমি নিয়মিতভাবেই গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছি। আমার কাছে কোন বিল পাওনা নেই । কিন্তু তিতাস গ্যাস ও পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ অবৈধভাবে ফিলিংস্টেশনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।
এব্যাপারে কেরানীগঞ্জ তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, উপরের নির্দেশেই গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।