বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা: ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাটির মাদকের গ্যাড়াকলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাদক বেচা কেনা হচ্ছে। এই মাদকের গ্যাড়াকলে পড়ে নষ্ট হচ্ছে স্কুল কলেজে পড়–য়া শিক্ষার্থীরা, হতাশায় ভুগছে অভিভাবক মহল। কোন অবস্থাতেই মাদক নিয়ন্ত্রণ হচ্ছে না। হাত বাড়ালেই চারপাশে মাদক। চরভদ্রাসনের একাধিক অভিবাবকরা জানান দীর্ঘ ৭/৮ মাস ধরে মাদক বেচা কেনা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। আইন শৃংখলা বাহিনী এ বিষয়ে কোন নজর দিচ্ছে না। মাঝে মধ্যেই র্যাব বাহিনীর টহল অব্যাহত থাকলেও চরভদ্রাসন থানা কর্তৃপক্ষের মাদক নিয়ন্ত্রণে কোন মাথা ব্যাথা নেই। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ফরিদপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন গত জুন মাসে ফরিদপুরে যোগদানের পর থেকেই ৯টি উপজেলায় ব্যপক হারে মাদক ব্যবসায়ীরা সফল হয়ে উঠেছে। এ মাদক ব্যবসায়ীদের সাথে পরিদর্শক বেলায়েত হোসেনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিমাসে মাদক ব্যবসায়ীরা মোটা অংকের টাকা প্রদান করবেন। ঐ প্রেক্ষাপটে ফরিদপুরে চরভদ্রাসনে ব্যপক হারে মাদক ব্যবসায়ীরা চাঙ্গা হয়ে উঠেছে। এবং চরভদ্রাসন উপজেলার আনাচে কানাচে মাদক ছড়িয়ে পড়েছে। চরভদ্রাসনের সাংবাদিক লিয়াকত হোসেন জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক কর্মকর্তা চরভদ্রাসনের মাদক ব্যবসায়ীদের থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা নিয়ে থাকে বিধায় এ অঞ্চলে তাদের কোন তৎপরতা নেই। এ বিষয়ে ফরিদপুরের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।