বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেনাপোল অফিস : বেনাপোল স্থলবন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল দুপুরে দুই দল বন্দর শ্রমিকের মধ্যে সংঘর্ষ, বোমাবাজি ও গোলাগুলির ঘটনায় দুই জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
বন্দর এলাকায় এ ঘটনায় বিরাজ করছে টানটান উত্তেজনা। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বন্দরের অভ্যন্তরে মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে। ফলে শতশত পণ্য বোঝাই ট্রাক আটকা পড়েছে বন্দর এলাকায়।
দীর্ঘদিন ধরে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকদের দুটি গ্রæপ তাদের ন্যায্য মজুরীর দাবিতে আন্দোলন করে আসছিল। গত ডিসেম্বরে বন্দরের শ্রমিক ঠিকাদারি দায়িত্ব পান ঢাকার একজন ঠিকাদারি প্রতিষ্ঠান। তিনি গোটা বন্দরের শ্রমিকদের দায়িত্ব গ্রহণ করতে গেলে আপত্তি জানায় অপর একটি শ্রমিক সংগঠন। দীর্ঘদিন ধরে এই নিয়ে বন্দরে দুটি শ্রমিক সংগঠন মুখোমুখি অবস্থানে ছিল। বন্দর শ্রমিকরা সকালের দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান আহিদের বাস ভবনে গিয়ে তাদের বকেয়া মজুরী দাবি করলে শুরু হয় কথা কাটাকাটি। পরে অহিদ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ ও কেবলমাত্র প্রকৃত শ্রমিকরা বকেয়া মজুরী পাবে এই আশ্বাসে শান্ত হয় একটি গ্রæপ। এর পরর্পই প্রকৃত শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে বহিরাগত শ্রমিকদের ওপর আক্রমণ শুরু করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমাবাজি ও গুলিবর্ষণ। আতঙ্ক ছড়িয়ে পড়ায় মুহূর্তে বন্দর এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও বন্দরের কাজকর্ম বন্ধ হয়ে যায়। বেনাপোল বন্দর হ্যান্ডলিং ¤্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক রাশেদ আলী জানান, বন্দরের ঠিকাদার শ্রমিকদের ঠিকাদারি দায়িত্ব পাওয়ার পর বন্দর শ্রমিকদের ইউনিয়ন দখল করার চেষ্টা করে আসছে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, বন্দরে দুটি শ্রমিক সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।