Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ উদ্বোধন করবেন শেখ হাসিনা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক ২৪ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করবেন। একই সাথে তিনি ইপিজেডের পণ্য প্রদর্শনীর স্টল পরিদর্শন করবেন।
এই সামিটের উদ্দেশ্য হল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত কয়েক বছরে বেপজার সাফল্য, বর্তমান সরকারের আমলে ভিশন ২০২১ ও ২০৪১ এর গর্বিত অংশীদার হিসেবে বেপজার মাধ্যমে দেশের বিনিয়োগ, রপ্তানী ও কর্মসংসংস্থানে যে অভূতপূর্ব অর্জন হয়েছে তা সকলকে অবহিত করা। স্বল্পতম উৎপাদন ব্যয়ে শান্তিপূর্ণ পরিবেশবান্ধব শিল্প আবহ, সুরক্ষিত বিনিয়োগবান্ধব পরিবেশ, শিল্পায়ন তরান্বিতকরণ এবং জাতীয় রপ্তানী ও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ইত্যাদির মাধ্যমে বেপজা দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী ও সমৃদ্ধশালীকরণে যে বিশেষ ভূমিকা পালন করছে তা তুলে ধরা। একইসাথে আর্থ-সামাজিক উন্নয়নে বেপজার ভূমিকা সর্ম্পকে অবহিত করা। বর্তমান সরকারের সময় ঘটেছে এক ব্যাপক কর্মকান্ড যার সম্পর্কে বেপজা বিশ্ববাসীকে অবহিত করতে চায়। এই সামিটে বাংলাদেশসহ ৩৮ দেশের প্রায় ৭০০ বিনিয়োগকারী ও ইপিজেডের ৬০০ শ্রমিক উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. নজিবুর রহমান, মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আবুল কালাম আজাদ, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিনিয়োগের নতুন ক্ষেত্র বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য বেপজা ও বেজার মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রেক্ষিতে ‘বেপজা ইন্টারন্যাশনাল ইনভেস্টরস্ সামিট ২০১৮’ এ প্রধানমন্ত্রী কর্তৃক বেপজা অর্থনৈতিক অঞ্চলের ফলক উন্মোচন করা হবে। অর্থনৈতিক অঞ্চলের গর্বিত অংশিদার হিসেবে বেপজা ১১৫০ একর এলাকা নিয়ে চট্টগ্রাম জেলার মিরসরাই-এ বেপজা অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ