Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন আয়োজনে নায়করাজ রাজ্জাকের জন্মদিন পালিত

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: গতকাল ছিল মরহুম নায়করাজ রাজ্জাকের ৭৭তম জন্ম বার্ষিকী। দিনটি তার পরিবারসহ চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতি বিভিন্ন আয়োজনে পালন করে। নায়করাজের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট জানান, গতকাল সকালে রাজধানীর বনানীর কবরস্থানে নায়করাজের কবরের পাশে পরিবারের পক্ষ থেকে কোরআন পাঠ ও দোয়া পাঠ করা হয়। বাদ যোহর গুলশান আজাদ মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, অন্যান্য এতিম, গরীবদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। বাদ আছর গুলশান আজাদ মসজিদে মিলাদের আয়োজন করা হয়। সম্রাট বলেন, ‘আব্বার জন্য শুধু সবার কাছে দোয়া চাই যেন মহান আল্লাহ আমার আব্বাকে বেহেস্ত নসীব করেন। এমন একজন বাবার সন্তান হয়ে সবসময়ই আমি গর্ববোধ করি। সন্তান হিসেবে বাবার স্মৃতি নিয়ে যেন সারাটা জীবন ভালোভাবে থাকতে পারি এই দোয়া চাই।’ এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, গতকাল সকালে নায়করাজের কবরস্থানে শিল্পী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এরপর এফডিসিতে শিল্পী সমিতির সামনে নায়করাজের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এফডিসিতে বাদ আছর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জায়েদ খান জানান, নায়করাজ রাজ্জাকের নামে এফডিসির কোন একটি ফ্লোর যেন নামকরণ করা হয় তা নিয়ে এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি বলেন, ‘নায়করাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের মহান পুরুষ। তিনি আমাদের সকল নায়কের আদর্শ। তার হঠাৎ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরী হয়েছে তা কোনভাবেই পূরণ করা সম্ভব নয়। এদিকে রাজ্জাকের জন্মদিন উপলক্ষে পরিচালক সমিতির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, নায়করাজ আমাদের চলচ্চিত্রের মধ্যমনির মতো ছিলেন। তার চলে যাওয়ায় ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিচালক সমিতি সবসময়ই তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি জানান, রাজ্জাক ভাইয়ের জন্মদিন উপলক্ষে বেলা ১১টায় এফডিসির মান্না ডিজিটালের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজ্জাক ভাইয়ের সহকর্মী, সিনিয়র শিল্পী ও পরিচালকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, নায়করাজ রাজ্জাক গত বছররের ২১ আগস্ট মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ