রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মংলা বন্দর সংবাদদাতা : বণ্যপ্রাণী পাচার, অবৈধভাবে বনে প্রবেশ, চোরাচালান ও বনজ সম্পদ ধ্বংস ঠেকাতে সুন্দরবনে শুরু হয়েছে স্মার্ট পেট্রলিং বা বিশেষ নিরাপত্তা অভিযান।
গতকাল সকাল থেকে বনের পূর্ব ও পশ্চিম এ দুই বিভাগে আটটি টিমের মাধ্যমে এ অভিযান শুরু হয়। অভিযানে বিশেষ প্রযুক্তি সাইবার ট্রাক ব্যবহার করা হচ্ছে। এ সময়ে আইন ভঙ্গ করে অবৈধভাবে বনের ভেতরে প্রবেশ করে অপরাধীরা বনের কোন অংশে কী অপরাধ করছে তা সঠিকভাবে চিহ্নত করে সাজা দেয়া হবে বলেও জানান, বন বিভাগের খুলনা সার্কেলের প্রধান বনসংরক্ষক আমির হোসেন চৌধুরী। বনবিভাগ মনে করে এতে করে সুন্দরবন কেন্দ্রিক চোরাচালান, দস্যু দমন, বণ্যপ্রাণী পাচাররোধ এবং বনজ সম্পদ ধ্বংস ঠেকানোর মতো অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসা যাবে।
এদিকে সুন্দরবনে শুরু হওয়া এ বিশেষ নিরাপত্তা অভিযানে প্রতিমাসে দুই লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।