রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : কোচিং সেন্টার বন্ধ করে শিক্ষাপ্রতিষ্ঠানে সঠিক নিয়মে শিক্ষা দেয়া, গাইড বই বিক্রি বন্ধ ও প্রশ্ন ফাঁস বন্ধ করে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জেলার সুশীলসমাজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের অভিবাবকরা।
গতকাল সকালে শহরের নিরালা মোড়ের শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বুলবুল খান মাহবুব, সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের অলিতে গলিতে মানহীন কোচিং সেন্টার গড়ে উঠেছে। আর এইসব কোচিং সেন্টারে শিক্ষার মান কমিয়ে ফেলছে। পাশাপাশি এই সকল কোচিং সেন্টারে প্রশ্ন ফাঁসসহ গাইড বই ব্যবহার করা হয়। এতে করে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ হয়ে যাচ্ছে।
মানববন্ধনে শহরের বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।